News71.com
 Bangladesh
 05 Jul 18, 05:44 AM
 1266           
 0
 05 Jul 18, 05:44 AM

বেনাপোলে সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক।।

বেনাপোলে সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক।।

নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ হাফিজুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের গাতিপাড়া-দৌলতপুর সড়কের পাশ থেকে তাকে আটককরা হয়। আটক যুবক বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের গাতিপাড়ার সিরাজ ব্যাপারীর ছেলে।বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মোছাদেক্কুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দু'টি ম্যাগজিন পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।বেনাপোল পোর্টথানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, আটক যুবককে আজ বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন