News71.com
 Bangladesh
 05 Jul 18, 01:05 PM
 1281           
 0
 05 Jul 18, 01:05 PM

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় রহিমা খাতুন (৩০) নামে এক নারীকে হত্যার দায়ে তার স্বামী লিয়াকত আলীকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত লিয়াকত কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা-সদপুরের বাদশা মিস্ত্রির ছেলে। তিনি বর্তমানে পলাতক। আদালত সূত্রে জানা গেছে, রহিমা খাতুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শেখপাড়ার আব্দুল করিমের মেয়ে। ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর গভীররাতে তাকে তার স্বামী হত্যা করে মরদেহ নিজেদের শোবার ঘরে ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পরদিন মেয়ের বাবা বাদি হয়ে লিয়াকতের নামে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল এবং বাদি পক্ষে ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন