নিউজ ডেস্কঃ নড়াইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. মোস্ত (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মোস্ত নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের পাখি মোল্লার ছেলে।গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার লক্ষারপুর চাঁদমারি এলাকায় নড়াইল-লোহাগড়া সড়কে এ ঘটনা ঘটে।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ অভিযানে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পাইপ গান, গুলি ও কিছু মাদক উদ্ধার করা হয়।