নিউজ ডেস্কঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছয়জন মেধাবী শিক্ষার্থী পাচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধানমন্ত্রী স্বর্ণপদক। ২০১৭ সালের জন্য এ পদক দেওয়া হচ্ছে।এই কৃতী শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলোর মধ্যে স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বোচ্চ জিপিএ অর্জনকারী পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. রাহাত আলী, জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলোর মধ্যে অ্যাগ্রোটেনোলজি ডিসিপ্লিনের জিনাত সুলতানা, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলোর মধ্যে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের আসিফ সারোয়ার, কলা ও মানবিক স্কুলের ডিসিপ্লিনগুলোর মধ্যে ইংরেজি ডিসিপ্লিনের তুশমিত মেহেরুবা আঁকা, সমাজ বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলোর মধ্যে অর্থনীতি ডিসিপ্লিনের তহমিনা ইসলাম এবং চারুকলা ইনস্টিটিউটের ডিসিপ্লিনগুলোর মধ্যে ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের শাপলা সিংহ।প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তাদের মনোনয়ন চূড়ান্ত করে ওই পদকের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।