News71.com
 Bangladesh
 16 Jul 18, 03:34 AM
 1211           
 0
 16 Jul 18, 03:34 AM

সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে ২৫ কেজি রূপা ও একটি অস্ত্র উদ্ধার।।

সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে ২৫ কেজি রূপা ও একটি অস্ত্র উদ্ধার।।


নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কুশখালী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি ভারতীয় রূপা ও একটি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ ভোরে সদর উপজেলার কুশখালী সীমান্ত থেকে উক্ত রুপা ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে,বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। উদ্ধারকৃত রুপার মূল্য ১৬ রাখ ৪ হাজার ২৯৫ টাকা। সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন কুশখালী বিওপির নায়েক সুদোর হানিফ জানান,সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ২৪ কেজি ৯৫০ গ্রাম ভারতীয় রূপা উদ্ধার করা হয়। তিনি আরো জানান,উদ্ধারকৃত রূপার আনুমানিক মূল্য ১৬ লাখ ৪ হাজার ২৯৫ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন