News71.com
 Bangladesh
 18 Jul 18, 04:17 AM
 1165           
 0
 18 Jul 18, 04:17 AM

ঝিনাইদহে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত।।

ঝিনাইদহে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভাতুরিয়া গ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম পচা (৪৩) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, হাসুয়া ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে।ঝিনাইদহ র্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, একদল ডাকাত সদস্য ওই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, র্যাবের কাছে এমন খবর আসে। ওই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। এ সময় উভয়পক্ষের গুলি বিনিময়ে ডাকাত আমিরুল গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন