News71.com
 Bangladesh
 20 Jul 18, 07:57 AM
 1228           
 0
 20 Jul 18, 07:57 AM

খুলনায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার।।

খুলনায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার।।

নিউজ ডেসঃ খুলনায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবকের নাম ফরহাদ হোসেন আপন (৩২) শেখ আবু নাসের বিষেশায়িত হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন।এ সময় ঘটনাস্থল থেকে একটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে মহানগরের বয়রা আফজালের মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, খুলনার বয়রা আফজালের মোড় এলাকার একটি ঘর থেকে আপন নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গতরাতে ধারাল অস্ত্রদিয়ে গলাকেটে তাকে হত্যা করে ঘরের ভেতর রেখে যায় হত্যাকারীরা।সকালে পুলিশ আপনের ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এদিকে স্থানীয়রা জানান, খুলনার বয়রা আফজালের মোড় এলাকার শেখ জাফর আহমেদের বাড়িতে আপন কয়েক বছর ধরে ভাড়াছিলেন। স্থানীয়দের ধারণা জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন