নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শামসুদ্দীন শ্যাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।এ ঘটনায় পুলিশের এক এস আইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে।এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫০০ পিচ ইয়াবা, ১ টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।আজ শনিবার ভোররাত ৩টার দিকে ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের বাঁকাপুলের কাছে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ভেড়ামারা উপজেলার বাঁকাপুল চরদামুকদিয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচা করছে। পরে ভেড়ামারা থানা পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি বর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।এতে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শামসুদ্দীন শ্যামকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান,নিহত মাদক ব্যবসায়ী শামসুদ্দীন শ্যাম ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় এলাকার মৃত তোবারক মিয়ার ছেলে।তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় ৮টি মাদকের মামলা রয়েছে।