News71.com
 Bangladesh
 26 Jul 18, 06:49 PM
 1180           
 0
 26 Jul 18, 06:49 PM

খুলনার ডুমুরিয়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ৫।।

খুলনার ডুমুরিয়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ৫।।

নিউজ ডেস্কঃ খুলনার ডুমুরিয়া উপজেলার বেতাগ্রাম থেকে ১২ হাজার ২০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ তার দফতরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।আটকরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া গ্রামের জিএম আবদুল হামিদ, কাপসাডাঙ্গা গ্রামের মো. ইসমাইল হোসেন, সাতক্ষীরা সদর থানার আলীপুর বাজারপাড়া এলাকার আশরাফুল কবীর বাবু, খুলনা মহানগরের চাঁনমারী বাজার এলাকার শাহনেওয়াজ ওরফে শুভ এবং টুটপাড়া মাস্টারপাড়া এলাকার জাকির মোল্লা। এ ঘটনায় ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ গতকাল বুধবার রাতে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালায়।এ সময় সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তার মধ্য থেকে ১২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মূল্য প্রায় ৩৬ লাখ ৪০ হাজার টাকা। অভিযান চলাকালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এজাজুর রহমানের হাতে কামড় দিয়ে হাফিজুর রহমান নামে এক মাদক বিক্রেতা পালিয়ে যান। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পাঁচজন জানিয়েছে, তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার লেজিরপাড় গ্রামের নূর আলম ও একই উপজেলার শিকদারপাড়া এলাকার কামাল হোসেনের কাছ থেকে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশে খুলনায় নিয়ে আসেন। আটকদের সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন