নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় পৃথক বজ্রপাতের ঘটনায় উদয় কুমার মন্ডল ও মীর্জা শাহজান আলী নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে ও গতকাল শুক্রবার মধ্য রাতে সাতক্ষীরার আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে,আজ শনিবার ভোর ৪টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথলী গ্রামের উদয় কুমার মন্ডল সূর্যখালী বিলের একটি মৎস্য ঘেরে ঘুনি থেকে মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
অপরদিকে,কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামে মীর্জা শাহজান আলী নামের এক মৎসজীবী গতকাল শুক্রবার গভীর রাতে বাড়ির পাশে একটি মৎস্য ঘের পাহারা দেওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মোকছেদ মীর্জার ছেলে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।