নিউজ ডেস্কঃ খুলনার রূপসা উপজেলা নৈহাটী গ্রামের দিনমজুর ফজলু (২৭) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে আসামিদের ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার নৈহাটী পূর্বপাড়ার ইসহাক শেখ (৬০), ইছাহাক শেখের স্ত্রী চেলী বেগম ওরফে সেলিনা বেগম (৫০), তার ছেলে আনিীস শেখ (৩০) ও ইউনুস শেখ (৩৫)। রায়ের সময় আসামির মধ্যে তিনজন আদালতে উপস্থিত ছিলেন।আসামি ইউনুস শেখ পলাতক রয়েছেন।আজ মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে ২০০৩ সালের ২৩ মার্চ সন্ধ্যায় নৈহাটী পূর্বপাড়ায় রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দিনমজুর ফজলুকে হত্যা করা হয়। নিহত ফজলু ওই এলাকার মৃত আফসার শেখের ছেলে।এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে রূপসা থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।