নিউজ ডেস্কঃ নড়াইলে আধিপথ্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কবির মন্ডল (৪০) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।আজ রবিবার সকালে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কবির ওই এলাকার খালেক মন্ডলের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে আজ রবিবার সকালে ইনামুল হক এনাম মেম্বরের সমর্থকদের সঙ্গে বখতিয়ার হোসেন সাবুর সমর্থকদের সংঘর্ষ বাধে।এ সময় তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়।গুলিবিদ্ধ অবস্থায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক কবির মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমশের আলী বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০-৩৫ রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়েছে।