নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সাত মাদক ব্যবসায়ীসহ ৫০ জনকে আটক করা হয়।পাশাপাশি, ইয়াবা ও মদসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৯ টি মামলা দায়ের করা হয়েছে।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানানো হয়েছে।