নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনূস হাওলাদার (৭০) নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমলকি এলাকায় নিজ ঘরে তাকে হত্যা করা হয়।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুরদাশ মন্ডল এ তথ্যের সত্যাতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।