নিউজ ডেস্কঃ মাগুরার মহম্মদপুর উপজেলার রামপুর গ্রামে একটি ফাঁকা মাঠের মধ্যে দুদল ডাকাতদের মধ্যে গোলাগুলির সময় আবুল বাসার বিশ্বাস (৪০) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে। নিহত বাসার পার্শ্ববর্তী নহাটা ইউনিয়নের বিল্বপাড়া গ্রামের মো. গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।রাত ২টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।মহম্মদপুর থানার ওসি মো. তরীকুল ইসলাম জানান, রাত ২টার দিকে রামপুর এলাকার একটি মাঠের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে পুলিশ সেখানে যায়। সেখানে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাসারকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির করলে কর্তব্যরত চিকিৎসক ডা. নির্ঝর ভৌমিক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৩ রাউন্ড গুলির খোসা এবং ৪টি রামদা উদ্ধার করেছে। তার লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা তিনি।