নিউজ ডেস্কঃ ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের পথে সাতক্ষীরা সীমান্তে ৪৫ কেজি রূপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।আজ শনিবার ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে এসব গহনা জব্দ করা হয়।বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সুবেদার মেজর মাহবুব জানান, ভারত থেকে রূপার একটি বড় চালান দেশে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রূপার গহনাগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে।