নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনায় চাচতো ভাই শিমু মণ্ডলের ধারালো অস্ত্রের কোপে মিথুন মণ্ডলের (২৮) মৃত্যু হয়েছে।গতকাল সোমবার রাত ৯টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের ঝালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিথুন মণ্ডল ওই এলাকার মৃত ইনাত আলী মণ্ডলের ছেলে। শিমুল ওরফে শিমু মণ্ডল ওই এলাকা রমওলা মণ্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মিথুনের সঙ্গে তার কাকাতো ভাই শিমুর কথাকাটাকাটি হয়।এক পর্যায়ে শিমু হাসুয়া দিয়ে মিথুনের ঘাড়ে ও পেটে আঘাত করেন। এতে মিথুন গুরুতর আহত হন।তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মিথুনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।