News71.com
 Bangladesh
 14 Aug 18, 02:21 PM
 2807           
 0
 14 Aug 18, 02:21 PM

খুলনা-৪ আসনে ২০ সেপ্টেম্বর ভোট

খুলনা-৪ আসনে ২০ সেপ্টেম্বর ভোট

নিউজ ডেস্কঃ খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি এসএম মোস্তফা রশিদ সুজার মৃত্যুতে শূন্য ঘোষিত খুলনা-৪ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ২০ সেপ্টেম্বর।

আজ মঙ্গলবার (১৪ আগস্ট) ঐ আসনে উপনির্বাচনের সময়সূচি প্রজ্ঞাপন আকারে জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রজ্ঞাপন অনুসারে, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ আগস্ট। মনোনয়নপত্র বাছাই ২৮ আগস্ট এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর। ভোট গ্রহণ করা হবে ২০ সেপ্টেম্বর।

গত ২৭ জুলাই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি এস এম মোস্তফা রশিদী সুজা (৬৫)। খুলনা জেলা সদর সংলগ্ন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসন থেকে এস এম মোস্তফা রশীদী সুজা তিনবার এমপি নির্বাচিত হন। ৯৬-থেকে ২০০১ সাল তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন।

Comments

Md. Miraz Mollik

2018-08-15 03:28:24 AM


আমরা দিললিয়া বেশির ভাগ মানুষ এস.এম খালেদীন রশিদী সূকর্ন ভাই কে দেখতে চাই,,,,,,,৭০% মানুষ সূজা সাহেবের ছেলেকে চাই,,,,

নিচের ঘরে আপনার মতামত দিন