News71.com
 Bangladesh
 16 Aug 18, 02:12 PM
 1306           
 0
 16 Aug 18, 02:12 PM

পাচারের ১৯ মাস পর ভারতের গুজরাট থেকে খুলনার কিশোরীকে উদ্ধার।।

পাচারের ১৯ মাস পর ভারতের গুজরাট থেকে খুলনার কিশোরীকে উদ্ধার।।

নিউজ ডেস্কঃ পাচারের ১৯ মাস পর ভারতের গুজরাট থেকে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। বেসরকারি সংস্থা জাস্টিস এ্যান্ড কেয়ার এর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করা হয়। খুলনার হরিনটানা থানার হোগলাডাঙ্গা থেকে মেয়েটিকে ভারতে পাচার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কেএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবির এসব কথা জানান। তিনি বলেন,মেয়েটিকে তার খালু ইসমাইল সরদার কৌশলে ভারতে পাচার করে দেয়। সেখানে মেয়েটিকে নানা ধরনের নির্যাতন করা হয়। পরে ভারত থেকে মেয়েটি মোবাইল ফোনে তার মা হাসি বেগমের সাথে যোগাযোগ করে। এ ঘটনায় হাসি বেগম কেএমপি কার্যালয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করলে পুলিশ মেয়েটিকে উদ্ধারে পদক্ষেপ নেয়।

জানা যায়,বেসরকারি সংস্থা জাস্টিস এ্যান্ড কেয়ার এর সহযোগিতায় কয়েকদিন আগে মেয়েটিকে ভারতের গুজরাট থেকে খুলনায় আনা হয়েছে। পাচারের ঘটনায় গুজরাটে পাচারকারী চক্রের ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে গুজরাট পুলিশ। এছাড়া খুলনায় পাচারকারী ইসমাইল সরদারসহ দু’জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী মেয়েটির মা,বেসরকারি সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এবং পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন