News71.com
 Bangladesh
 30 Aug 18, 12:03 PM
 1257           
 0
 30 Aug 18, 12:03 PM

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার মাহমুদ হাসান।  

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার মাহমুদ হাসান।   

নিউজ ডেস্ক: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসান। এই সেনা কর্মকর্তাকে প্রেষণে চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।অপর আদেশে ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবালকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।এই সেনা কর্মকর্তাকে প্রেষণে অধ্যক্ষ নিয়োগ দিতে তার চাকরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এছাড়া বাংলাদেশে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) অধ্যক্ষ লেফটেনেন্ট কর্নেল মো. ইমরান ইবনে এ রউফকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরিও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন