নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে ইউনিয়ন পরিষদের পাশে বেলাডাঙ্গা যুবলীগ অফিসে বসে নেতাকর্মীদের সাথে কথা বলছিল ইউপি চেয়ারম্যান মোশারাফ হোসেন। এসময় হঠাৎ একটি মোটরসাইকেলে হেলমেড ও মুখোশ পরা দুই জন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করলে ইউপি চেয়ারম্যান মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে মাইক্রোবাস যোগে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে সেখানেই তার মৃত্যু হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খুনিদের গ্রেফতারে কালিগঞ্জ থানা পুলিশের অভিযান চলছে।