নিউজ ডেস্কঃ খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হয়েছে। নিহতরা হলেন ওহেদুজ্জামান (৩০) ও রাহাতুজ্জামান (২৫)। নিহতদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এ সময় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স ছিটকে মোটরসাইকেলের ওপর পড়লে এই ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গায় একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স ছিটকে মোটরসাইকেলের ওপর পড়ে। ঘটনাস্থানেই মোটরসাইকেল আরোহী দুইভাইয়ের মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতরা খুলনা থেকে তাদের তালায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অ্যাম্বুলেন্স ও ট্রাকে যারা ছিলেন তারা সামান্য আহত হয়েছেন।