News71.com
 Bangladesh
 21 Sep 18, 05:57 PM
 1303           
 0
 21 Sep 18, 05:57 PM

বাগেরহাটের চুলকাঠিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, আহত ২

বাগেরহাটের চুলকাঠিতে সন্ত্রাসীদের  গুলিতে  নিহত ১, আহত ২

সাকিব হাসান জনি: বাগেরহাট সদর উপজেলার খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠির নবাবপুর চালতেতলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক মটর সাইকেল চালক হাসান (৩৫) নিহত হয়েছে। এ সময়ে ওই মটর সাইকেলের দুই আরোহী ভূসি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। শুক্রবার রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত হাসান খুলনার রুপসা এলাকার জাহাঙ্গীরের ছেলে। সে মটর সাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতো বলে এলাকাবাসী জানিয়েছে।
চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক অসিত কুমার রায় স্থানীয়দের বরাত দিয়ে জানান, এদিন রাত সোয়া ৯ টার দিকে একটি মটর সাইকেলে ৩ জন আরোহী খুলনার দিকে যাচ্ছিল। মটর সাইকেলে ৩ আরোহীর মধ্যে ২ জন খুলনার ভূসি ও �খল ব্যবসায়ী বলে জানান। পথিমধ্যে নবাবপুর এলাকায় এলাকাবাসী ৪ টি গুলির শব্দ পান। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী রাস্তায় বের হয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত দেখতে পান। অপর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়। পুলিশের ধারনা ওই দুই ব্যবসায়ী চুলকাঠি ও ফয়লা বাজার থেকে বকেয়া টাকা কালেকশন করে ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে খুলনায় ফেরার পথে ছিনতাইকারী দ্বারা আক্রান্ত হন। তাদের গুলিতে ১ জন ঘটনাস্থলে মারা গেছে বলে পুলিশ জানায়। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত আর কোন তথ্য জানাতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন