মিথুন কুমারঃ আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা ঘিরে খুলনা জেলা ও মহানগরসহ গ্রাম অঞ্চলে এসব মণ্ডপে চলছে মূর্তি তৈরির কাজ। নিজের সন্তানের মতো অতি ভালোবাসায় প্রতিমাশিল্পীরা তৈরি করছেন দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসূর ও শিবের মূর্তি। ইতোমধ্যে খুলনার ডুমুরিয়া-ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলায় বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। কাদামাটি, খড়-কাঠ দিয়ে ধ্যানমগ্ন হয়ে প্রতিমা তৈরি করছেন প্রতিমাশিল্পীরা। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে তার ব্যস্ততা। দম নেওয়ারও সময় নেই। রাত-দিন একাধারে চলছে দুর্গাপ্রতিমা তৈরির কাজ। এবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। খুলনা পূজা উদ্যাপন কমিটির সূত্র থেকে জানা যায়, গতবছর খুলনা জেলা ও মহানগরীতে ৯২৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবছর মণ্ডপের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন খুলনা পূজা উদ্যাপন কমিটি।
খুলনার বটিয়াঘাটা উপজেলার মাইলমারা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মৃন্ময় মণ্ডল নিউজ ৭১ ডট কম”কে জানান, প্রতি বছরের ন্যায় এবারও প্রতিমা তৈরির কাজ শুরু করা হয়েছে। তবে অন্যান্য বারের তুলনায় এবার আগেভাগেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে বর্ষা মৌসুমের কারণে। এরই মধ্যে অনেক মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এবার পূজার ৫/৭ দিন আগে প্রতিমার রংসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, গতবারের তুলনায় এবার প্রতিমার সংখ্যা বেড়েছে। সে কারণে আমাদের মন্দিরে দর্শনার্থীদের সংখ্যা বেশি হবে বলে আশা করা হচ্ছে। এবার প্রতিমার আকার বড় করা হয়েছে দর্শনার্থীদের অনুরোধে। গত বছরের তুলনায় আরও ব্যাপক আকারে পূজা উদযাপনের জন্য প্রতিমা তৈরিসহ আনুষঙ্গিক বিভিন্ন উপকরণের বাজেট বাড়িয়েছেন মাইলমারা পূজা উদযাপন কমিটি।