News71.com
 Bangladesh
 03 Oct 18, 01:11 PM
 1100           
 0
 03 Oct 18, 01:11 PM

খুলনার বটিয়াঘাটায় মিথুন নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু  

খুলনার বটিয়াঘাটায় মিথুন নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু   

নিউজ ডেস্কঃ খুলনায় মিথুন মণ্ডল নামের এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিথুন তেঁতুলতলার ১০ নম্বর গেট এলাকার মৃত প্রশান্ত মণ্ডলের ছেলে। মিথুনের মা প্রণীতা মণ্ডলের দাবি মিথুনের বাবা নেই ওর সম্পত্তির লোভে মিথুনের চাচা জয়দেব মণ্ডল অত্যাচার-নির্যাতন করে তাকে মেরে ঘেরের পাশের একটি তেঁতুল গাছে ঝুলিয়ে রেখেছে। মিথুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।


এ বিষয়ে জয়দেব মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে পুলিশ বলছে, মিথুন আত্মহত্যা করেছে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিথুন আত্মহত্যা করেছে। মিথুনের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন