নিউজ ডেস্কঃ খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট জুট মিলের মন্দিরে দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে। খালিশপুর থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, গত শুক্রবার রাতে সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে পূজা অর্চনা সম্পন্ন করে। এরপর তারা বাড়িতে চলে যায়। পরে গভীররাতে সুযোগ বুঝে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে এবং দেবী দুর্গার হাত, গণেশের সুরসহ কয়েকটি মূর্তি ভাঙচুর করে চলে যায়। গতকাল শনিবার সকালে মন্দিরে প্রতিমা ভাঙচুরের বিষয়টি স্থানীয়রা দেখতে পান। স্থানীয় ও মন্দির সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা ও তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা এস এম কামাল হোসেন, স্থানীয় বর্তমান ও সাবেক কাউন্সিলসহ আওয়ামী লীগ নেতা, পুলিশ এবং পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক এ প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করাসহ গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, এদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে সহবস্থানে থেকে নিজ নিজ ধর্ম পালন করছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে পরিবেশ তৈরি করেছেন। এ অবস্থার মধ্যে এ ঘটনাটির মূল উদঘাটন অবশ্যই করা প্রয়োজন। যা সরকারের সুনাম বৃদ্ধিতে সহায়ক হবে।