নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোংলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর হাতে শান্তা নামে এক গৃহবধূ খুন হয়েছেন। আজ সোমবার দুপুরে মোংলা শহরের কুমারখালী এলাকার টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সামনে একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শান্তা টি এ ফারুক স্কুল এন্ড কলেজে একাদ্বশ শ্রেণীর ছাত্রী। সে বটতলা এলাকার বাসিন্দা আকবর হোসেনের মেয়ে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, আজ সোমবার দুপুরে কোচিং সেন্টারে পড়া অবস্থায় শান্তাকে তার স্বামী এনামুল শেখ ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সহপাঠিরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শান্তা মার যায়।