News71.com
 Bangladesh
 09 Oct 18, 12:11 PM
 1083           
 0
 09 Oct 18, 12:11 PM

বেনাপোল থেকে অজ্ঞান পার্টির এক সদস্য আটক ।।  

বেনাপোল থেকে অজ্ঞান পার্টির এক সদস্য আটক ।।   

নিউজ ডেস্কঃ বিভিন্ন পরিবহনে ভারতগামী যাত্রীদের সঙ্গে সখ্যতা করে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশ্রণকারী বোরহান শেখ (৪০) নামে অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ৮টায় বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। আটক বোরহান বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চরকান্দি গ্রামের রুস্তম শেখের ছেলে ।

পুলিশ ও যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনে যাত্রীর ছদ্মবেশে ওঠে অজ্ঞান পার্টির সদস্য বোরহান। মাঝপথে তার পাশের সিটে বসা যাত্রীর সঙ্গে সাখ্যাত করে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ান। পরে ওই যাত্রী অজ্ঞান হয়ে পড়লে সে যাত্রীর পকেট ও ব্যাগ তল্লাশি শুরু করে। এসময় পাশের সিটে বসা অন্য যাত্রীদের সন্দেহ হলে তারা বোরহানকে ধরে ফেলে। পরে বেনাপোল পৌঁছে পুলিশের হাতে তুলে দেয়। বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এএসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে। আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন