নিউজ ডেস্কঃ যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় বিএনপি জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা হয়েছে। আজ বুধবার সকালে পুলিশ তাদেরকে আদালতে পাঠিয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান,গতকাল মঙ্গলবার রাতে বিএনপি জামায়াতের কিছু দুষ্কৃতিকারী লোক উপজেলার নারায়নপুর পালপাড়া রাস্তার পূর্ব পার্শ্বে একটি আম বাগানের মধ্যে আইনশৃঙ্খলা বিঘ্ন ও নাশকতা মূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য বৈঠক করছিল। খরব পেয়ে একদল পুলিশ ঘটনাস্থালে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠককারীরা বোমা বিষ্ফোরণ করে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মৃত জিন্নাত আলী মোড়লের ছেলে পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির নেতা মাস্টার মকবুল হোসেন মুকুল ৪৮,আড়য়া গ্রামের মৃত নেছার আলী সরদারের ছেলে সুফলাকাটি ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম ৫০,হাড়িয়াঘোপ গ্রামের মৃত তাছের মোড়লের ছেলে ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল আহাদ ৪০,শ্রীফলা গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে
মজিদপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রাজ্জাক ৪২,রাজনগর বাঁকাবর্শী গ্রামের গোলাম আলীর ছেলে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ ৪৪,আলতাপোল গ্রামের মৃত রওশন আলী বিশ্বাসের ছেলে পৌর বিএনপির নেতা আবুল কালাম ৪০,ফতেপুর গ্রামের চাঁদ আলী খাঁর ছেলে ওয়ার্ড বিএনপির নেতা ইউসুফ আলী খাঁ ৪০,রামচন্দ্রপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে ওয়ার্ড জামায়াতের নেতা ডাক্তার আবদুল ওহাব ৪০,মনিরামপুর উপজেলার বালিদাহ গ্রামের ফজলুর রহমানের ছেলে উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আবদুল মান্নান ৩৫,চিংড়া গ্রামের মৃত নওয়াব আলী সানার ছেলে সাগরদাঁড়ী ইউনিয়ন জামায়াতের নেতা রফিকুল ইসলাম সানা ৪২ ও বেতিখোলা গ্রামের মৃত হাসান শেখের ছেলে সুফলাকাটি ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দীন শেখকে ৪০। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেশবপুর থানায় নাশকতামূলক কর্মকাণ্ড ও বোমা বিস্ফোরণ ঘটনায় মামলা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।