নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ জেনারেল হাসপতালে কর্মরত ৪২ ইন্টার্নি চিকিৎসক বেতন ভাতার দাবিতে কর্ম বিরতি শুরু করেছেন। আজ বুধবার দুপুর থেকে তারা হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে কর্ম বিরতি শুরু করে। ইন্টার্নি চিকিৎসক আনিসুর রহমান,পুস্পেন্দু মণ্ডল ও জান্নাতুল ফেরদৌস জানান,তারা ৪২ জন চিকিৎসক ১ জুলাই থেকে এ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক হিসেবে কাজ করছেন। সকালে সিনিয়র চিকিৎসকরা হাসপাতালে রাউন্ড দেয়ার পর সকাল,বিকাল ও রাতে তারাই রোগীদের ২৪ ঘণ্টা সেবা দিয়ে আসছেন। কাজ শুরু করার ৩ মাস অতিক্রান্ত হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বেতন ভাতা দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া হাসাপাতালে ডি ডি ডা. চৌধুরী ফরিদুল ইসলাম ১ অক্টোবর বেতন দেয়ার আশ্বাস দেয়ার পরও ১০ অক্টোবর পর্যন্তও বেতন দিতে পানেননি। এ কারণে বাধ্য হয়েই তারা আজ বুধবার দুপুর থেকে কর্ম বিরতি শুরু করেছে বলে জানান। বেতন পাওয়ার পরই তারা কাজে যোগ দেব বলে ঘোষণা দিয়েছেন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের ডি ডি ডা. চৌধূরী ফরিদুল ইসলাম বলেন,এ ব্যাপারে আমি স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আশা করছি,দ্রুতই তাদের বেতন ভাতা প্রদান করা সম্ভব হবে।