News71.com
 Bangladesh
 13 Oct 18, 06:41 AM
 1151           
 0
 13 Oct 18, 06:41 AM

খুলনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩।।অস্ত্র-গুলি উদ্ধার

খুলনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩।।অস্ত্র-গুলি উদ্ধার

নিউজ ডেস্কঃ খুলনায় অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ২২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদ হোসেন, রূপসা স্ট্যান্ড বাবু বিশ্বাস ও নতুন বাজার ওয়াবদা মসজিদ গলির মো. আরিফ মৃধা। এ ব্যাপারে র্যাবের সিপিসি ১ এর কমান্ডার লে. কমান্ডার জাহিদুল কবির গণমাধ্যমকে জানান, রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন সময় সন্ত্রাসীদের কাছে অস্ত্র ও গুলি ভাড়া দেয় বলে গোয়েন্দা তথ্য রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন