নিউজ ডেস্কঃ বেনাপোলের শিকড়ী গ্রাম থেকে ১০৫০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে দুইজন মাদক চোরাকারবারীকে। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নুর আলমের ছেলে জাহাঙ্গীর হোসেন ৩২ ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সিবানন্দ কাঠি গ্রামের এনায়েত আলীর ছেলে জাহাঙ্গীর আলম ২৭। যশোর ৪৯ বিজিবির বেনাপোল কোম্পানি কমান্ডার জানান,গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে চোরাই পথে চোরা কারবারীরা চোরাই পণ্য নিয়ে শিকড়ী গ্রামের মাঠে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১০৫০ বোতল ফেন্সিডিল জব্দ করে। এ সময় আটক করা হয় ২ মাদক চোরাকারবারীকে। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে।