News71.com
 Bangladesh
 21 Oct 18, 01:24 PM
 1025           
 0
 21 Oct 18, 01:24 PM

ঝিনাইদহে এক ব্যক্তির স্যান্ডেলের ভিতরে ২২ হাজার মার্কিন ডলার।

ঝিনাইদহে এক ব্যক্তির স্যান্ডেলের ভিতরে ২২ হাজার মার্কিন ডলার।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সেজিয়া বাজার থেকে ২২ হাজার মার্কিন ডলারসহ তরিকুল ইসলাম ৩৫ নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত তরিকুল ইসলাম উপজেলার ভৈরবা গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি চক্র ভারত থেকে অবৈধভাবে মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে এসেছে। এ সংবাদের ভিত্তিতে সেজিয়া বাজারে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার স্যান্ডেলের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার ডলার উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। তিনি আরও জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল স্বীকার করেছেন,ভারতের রামনগর থেকে চোরাই পথে ডলার এনে তার মহেশপুরে পৌঁছে দেওয়ার কথা ছিল। এর আগেও তিনি এভাবে ডলার পাচার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন