নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলায় জলে ডুবে সাড়ে ৩ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙা গ্রামের মাথাভাঙা নদী থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো- ভোলাডাঙা গ্রামের মকবুল হোসেনের মেয়ে নুসরাত জাহান ও আরিফুল ইসলামের মেয়ে তৃপ্তি খাতুন। এলাকা সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে নদীর পাড়ে নুসরাত ও তৃপ্তি নদীর পাড়ে খেলা করছিলো। এক পর্যায়ে তারা নদীতে পড়ে যায়। এরপর স্থানীয়রা ভাসমান অবস্থায় প্রথমে নুসরাতের মরদেহ উদ্ধার করে। পরে সেখানে অভিযান চালিয়ে আধাঘণ্টা পর তৃপ্তির মরদেহ উদ্ধার করা হয়।