News71.com
 Bangladesh
 23 Oct 18, 10:37 AM
 1088           
 0
 23 Oct 18, 10:37 AM

যশোরে ট্রাক-ট্রেনের সংঘর্ষ॥ খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

যশোরে ট্রাক-ট্রেনের সংঘর্ষ॥ খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্কঃ যশোরের অভয়নগর উপজেলায় রেললাইনের ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাককে ধাক্কা দিয়েছে একটি ট্রেন। এর ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে বেঙ্গল টেক্সটাইল মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জানা গেছে, সকালে একটি ট্রাক বেঙ্গল টেক্সটাইল মিল এলাকার গেট এলাকা পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়া ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যশোর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। এক থেকে দুই ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন