News71.com
 Bangladesh
 23 Oct 18, 12:14 PM
 1188           
 0
 23 Oct 18, 12:14 PM

খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্কঃ যশোরের নওয়াপাড়ায় অবৈধ ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে পাথরবাহী ট্রাকের দুর্ঘটনার তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী চিত্রা ট্রেনের মধ্য দিয়ে চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, সকাল সোয়া ৭টার দিকে নওয়াপাড়া মহাশ্মশানের সামনে একটি অবৈধ রেলক্রসিং দিয়ে পাথরবাহী ট্রাক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়।এতে ওই ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে লাইনের উপর পড়ে থাকায় তা সরাতে ঘণ্টা তিনেক সময় লেগেছে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রাক ও মালামাল সরিয়ে দিলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর পরে চিলহাটিগামী রূপসা, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট, এবং বেনাপোল কমিউটার ছেড়ে গেছে। তবে সাড়ে ১০টার আগের ট্রেনগুলো কিছুটা বিলম্বে ছেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন