News71.com
 Bangladesh
 28 Oct 18, 04:46 AM
 1067           
 0
 28 Oct 18, 04:46 AM

রাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়-মানুষের উন্নয়নের জন্য॥ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান

রাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়-মানুষের উন্নয়নের জন্য॥ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, রাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়, মানুষের উন্নয়নের জন্য। জাতির উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে কারও দ্বিমত পোষণের কোন সুযোগ নেই। আজ শনিবার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শতবর্ষ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মশিউর রহমান আরও বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বক্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জাকারিয়া, সাবেক সচিব গোপাল চন্দ্র সেন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন