নিউজ ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্যানেল মেয়র পদে আমিনুল ইসলাম মুন্না, আলী আকবার টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু নির্বাচিত হয়েছেন। আজ বুধবার দুপুরে নগর ভবনে কেসিসির ৩১ জন সাধারণ এবং ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করেন। মেয়রের অবর্তমানে মেয়র প্যানেলের সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। কেসিসিতে মেয়রের পরেই প্যানেল মেয়র পদটিকে সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়। সিটি করপোরেশন আইন অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা যায়, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না ২২ ভোট পেয়ে প্যানেল মেয়র-১, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু ১৭ ভোট পেয়ে প্যানেল মেয়র-২ এবং ৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু ১৪ ভোট পেয়ে প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, ভোটের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে। আগামী দিনে খুলনা নগরীর উন্নয়নে নির্বাচিত প্যানেল মেয়র ও সাধারণ কাউন্সিলর সকলেই অবদান রাখবেন।