নিউজ ডেস্কঃ মোংলা বাঁচাও আন্দোলন এর নামে অর্থ আত্মসাতের অভিযোগে মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান মোল্লা আব্দুল জলিল ও পৌর কমিশনার ইমরান হোসেনকে এক বছর কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাদেরকে আত্মসাৎকৃত ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এই রায় প্রদান করেন।
খুলনা দুর্নীতি দমন কমিশনের দুদক পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়,বিগত ২০০৮ সালে মোংলা পোর্ট পৌরসভার দায়িত্বে থাকাকালে অভিযুক্তরা পৌরসভার ওই টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০০৮ সালের ১১ ডিসেম্বর মোংলা থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলা নং ০৭ হয়। পরে ২০১০ সাল থেকে দুদক এই মামলার কার্যক্রম হাতে নেয়। সাজাপ্রাপ্ত দুই আসামি বর্তমানে জামিনে রয়েছেন।