নিউজ ডেস্কঃ যশোরের শার্শা উপজেলার উলাশী নীলকুঠি ফ্যামিলি পার্ক এলাকায় বোমা হামলায় স্থানীয় যুবলীগ নেতাসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উলাশী গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে ও যুবলীগ নেতা শরিফুল ইসলাম পিপুল ৪২,তার সঙ্গী সাইদুল ইসলামের ছেলে আব্দুল ওহাব ৩৫ ও ভ্যানচালক নির্বাসখোলা গ্রামের ইমান আলীর ছেলে আবুল কাশেম ৪৮। শার্শা থানা পুলিশ জানায়,গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উলাশীর মির্জাপুর থেকে পিপুল বাড়ি ফেরার সময় নীলকুঠি ফ্যামিলি পার্কের পাশে ঈদগাহের নিকট পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের আরোহিত ভ্যানগাড়ি লক্ষ্য করে পর পর দুটি হাত বোমা নিক্ষেপ করে।
এ সময় যুবলীগ নেতা শরিফুল ইসলাম পিপুল,সাইদুল ইসলামের ছেলে আব্দুল ওহাব ও ভ্যানচালক নির্বাসখোলা গ্রামের ইমান আলীর ছেলে আবুল কাশেম গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শার্শা থানা অফিসার ইনচার্জ ওসি এম মশিউর রহমান জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমা হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।