News71.com
 Bangladesh
 24 Nov 18, 06:00 AM
 1186           
 0
 24 Nov 18, 06:00 AM

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে হাইলচর ও চাকলা নামে দু’টি গ্রাম প্লাবিত হয়েছে। এসময় দুই গ্রামের শতাধিক ছোট-বড় মৎস্য ঘের তলিয়ে গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে বেড়িঁবাধ ভেঙে এ ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকা সূত্রে জানা গেছে, বেড়িবাঁধটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা হলেও তারা কোনও ভ্রুক্ষেপ করেনি। শুক্রবার গভীর রাতে কপোতাক্ষ নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধটি ভেঙে যায়। নদীর পানি ঢুকে দুই গ্রাম প্লাবিত ও শতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে।


বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডকে বলা হলেও তারা এখনও পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেনি। এলাকবাসিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কপোতাক্ষের প্রবল জোয়ারের চাপে সেটি সম্ভব হচ্ছে না। দ্রুত বাঁধটি সংস্কার না হলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ঘটনাটি জানার পর আমি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি । একইসঙ্গে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন