News71.com
 Bangladesh
 13 Dec 18, 01:27 PM
 1102           
 0
 13 Dec 18, 01:27 PM

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ নিহত ৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ নিহত ৩

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কুলপাড়া গ্রামে ট্রাকের ধাক্কায় ভটভটি চালক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই সহোদর নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুলপাড়া গ্রামের সৌদি প্রবাসী আকুল শাহর ছেলে মো. রাকিব ও মো. সাকিব এবং ভটভটি চালক সদর উপজেলার পীরপুর গ্রামের মো. লিটন । আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, মেহেরপুর থেকে একটি দ্রুতগামী ট্রাক চুয়াডাঙ্গা দিকে আসছিলো। পথে কুলপাড়া এলাকায় একটি চলন্ত ভটভটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই সহোদর রাকিব ও সাকিবকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভটভটি চালকসহ তিনজন মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন