News71.com
 Bangladesh
 03 Jan 19, 07:36 AM
 1095           
 0
 03 Jan 19, 07:36 AM

মেহেরপুরে দুই দল মাদক বিক্রেতাদের মধ্যে বন্দুকযুদ্ধ ১ নিহত।

মেহেরপুরে দুই দল মাদক বিক্রেতাদের মধ্যে বন্দুকযুদ্ধ ১ নিহত।

নিউজ ডেস্কঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে দুই দল মাদক বিক্রেতার মধ্যে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এসময় একটি ওয়ানশ্যুটার গান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ধারণা করছে মাদক নিয়ে দু পক্ষের দ্বন্দ্বের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানা সূত্রে জানা গেছে,গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গুলির শব্দ শুনে একদল টহল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে সেখানে একটি লিচু বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশ্যুটার গান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন