News71.com
 Bangladesh
 16 May 19, 06:19 PM
 922           
 0
 16 May 19, 06:19 PM

সাতক্ষীরায় ট্রাকে উল্টে চাপা পড়ে চালক নিহত

সাতক্ষীরায় ট্রাকে উল্টে চাপা পড়ে চালক নিহত


নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় মাছের খাবার বোঝাই ট্রাক উল্টে চালক মফিজুল ইসলাম গাইন (৩৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা বাইপাস রোডের কামলানগর-বকচরা মোড়ে এঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মফিজুল ইসলাম গাইন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোটকুপট গ্রামের মোহাম্মাদ আলী গাইনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মফিজুল ইসলাম মাছের খাবার বোঝাই ট্রাক (নং খুলনা মেট্রো ট-১১-০৯৪৭) নিয়ে সাতক্ষীরার শ্যানগরে যাচ্ছিল। কিন্তু সাতক্ষীরা বাইপাস রোডে ঢোকার পর ট্রাকটি চালাচ্ছিল হেলপার। এসময় চালক মফিজুল ইসলাম ট্রাকে মালের উপর বসে ছিল।


ভোর রাত সাড়ে ৩টার দিকে ট্রাকটি বাইপাস রোডের কামলানগর-বকচরা মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে উপরে বসে থাকা চালক মফিজুল ইসলাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আজ সকালে খবর পেয়ে সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন