সাইফুল ইসলাম:সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের মৃত মালেক সানার ২ ছেলে ফারুক সানা (৪২) ও করিম সানা (৩৭) এর বসত বাড়িতে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুন লাগে। আকষ্মিক এই অগ্নিকান্ডে মূহুত্যের মধ্যে তাদের দুই ভাইয়ের বসতঘর ও একটি ব্যবস্যা প্রতিষ্টান আগুনে পুড়ে নিমেসেই ছায় হয়ে যায়। বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্টানে এই অগ্নিকান্ডে প্রায় ৪লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে পুড়ে বসতবাড়ী ক্ষতিগ্রস্ত হওয়ার খবর শুনে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল গনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ও ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান (সবুজ) ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ ১০,০০০ হাজার টাকা ও ১০০ কেজি চাউল দিয়ে আর্থিক সহযোগিতা করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল গনি।উপজেলা চেয়ারম্যান আরো জানান পরে উপজেলা পরিষদের মাধ্যমে আরো সাহায্য করা হবে।