নিউজ ডেস্কঃ খুলনায় ট্রেনের ধাক্কায় ইজিবাইক আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এতে আরো দুই যাত্রী আহত হন।গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে খুলনা মহানগরীর শিরোমনি তেঁতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে খুলনাগামী ট্রেন শিরোমনি রেলক্রসিং অতিক্রমের সময় ইজিবাইক ট্রেনের সামনে এসে পড়ে।
এ সময় ট্রেনের ধাক্কায় ইজিবাইকটি কিছুটা দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলে মা সালমা বেগম নিহত হন। তার মেয়ে অফরিণসহ অপর তিন যাত্রী আহত হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার পর সেখানে অফরিণ বেগম ও মারা যায়।নিহত সালমা বেগম শিরোমনি এলাকার সবুরের স্ত্রী। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আহত দুই জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।