News71.com
 Bangladesh
 28 Apr 20, 10:18 PM
 962           
 0
 28 Apr 20, 10:18 PM

যশোরের চৌগাছায় তিন নার্সসহ ১০ জনের শরীরে করোনা শনাক্ত॥

যশোরের চৌগাছায় তিন নার্সসহ ১০ জনের শরীরে করোনা শনাক্ত॥

নিউজ ডেস্কঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৭টি নমুনা পরীক্ষা করে ১০ জনের পজিটিভ পাওয়ার তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এর মধ্যে চৌগাছায় সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের তিন জন নার্স এবং একজন গার্মেন্ট কর্মী রয়েছেন বলে জানিয়েছে তারা। হাসপাতালের প্রসূতি বিভাগের ৩ নার্স এর আগে শনাক্ত হওয়া হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া অন্তঃসত্ত্বা নারীর সংস্পর্শে এসেছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল উপজেলার বানুড়হুদা গ্রামের অন্তঃসত্ত্বা ২৮ বছর বয়সী এক নারী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। এরপর ওই নারী হাসপাতাল থেকে পালিয়ে যান। ২৫ এপ্রিল ওই নারীর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন