নিউজ ডেস্কঃ করোনা মহামারীর মধ্যে দেশে যাত্রী পরিবহনে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছেন গণতান্ত্রিক বাম জোট। আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । বাসদের খুলনার সমন্বয়ক জনার্দন দত্ত নান্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন বাম গণতান্ত্রিক জোটের খুলনার সমন্বয়ক ডা. মনোজ দাস, কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা এসএ রশিদ ও নেতা মিজানুর রহমান বাবু। এসময় বক্তারা সরকারের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’ বলে অভিহিত করেন। তারা বলেন, সরকারের এই সিদ্ধান্তে পরিবহন মালিকদের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে। করোনার কারণে সারাদেশের লাখ লাখ মানুষ কর্মহীন ও বেকার হয়ে পড়েছেন। এ অবস্থায় বর্ধিত ভাড়া মানা কারও পক্ষেই সম্ভব নয় ।