News71.com
 Bangladesh
 21 Jun 20, 06:41 PM
 1093           
 0
 21 Jun 20, 06:41 PM

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার চেষ্টাকালে আটক ৩॥

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার চেষ্টাকালে আটক ৩॥

নিউজ ডেস্কঃ অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ ও বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে বনবিভাগ। রোববার (২১ জুন) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।শনিবার (২০ জুন) গভীর রাতে সুন্দরবনের পশুর নদীর হারবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করে বনরক্ষীরা। এসময় আটককৃতদের কাছ থেকে ৬ বোতল মাছ ধরার বিষ, ৭ বস্তা নিষিদ্ধ জাল ও তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করে বনবিভাগ।আটকৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে বেল্লাল (২৫), একই উপজেলার সুন্দরতলা গ্রামের কাশেম ফকিরের ছেলে কামরুল (৩২), খুলনা জেলার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারী গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে ইসরাফিল (৩০)।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, শনিবার রাতে নিয়মিত টহলের সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ তিন জনকে আটক করা হয়। ট্রলার তল্যাসি করে ৬ বোতল মাছ ধরা বিষ ও ৭ বস্তা নিষিদ্ধ জাল জব্দ করে বনরক্ষীরা।আটককৃতদের সুন্দরবনে প্রবেশের কোন পাস ছিল না। সম্পূর্ণ অবৈধভাবে তারা বিষ দিয়ে মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন