News71.com
 Bangladesh
 15 Jul 20, 11:18 AM
 888           
 0
 15 Jul 20, 11:18 AM

খুলনায় দিয়াশলাই নিয়ে মাদকসেবীদের মারামারি॥এক যুবক নিহত  

খুলনায় দিয়াশলাই নিয়ে মাদকসেবীদের মারামারি॥এক যুবক নিহত   

নিউজ ডেস্কঃ খুলনায় দিয়াশলাই নিয়ে মাদক সেবনকারীদের মারামারিতে জামাল ওরফে টুটে জামাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাত ২টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার সেনপাড়াতে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই এলাকার শামসুর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকের হেলপার ছিলেন। একইসঙ্গে তিনি গোডাউনে শ্রমিকের কাজও করতেন ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, বিড়ি খাওয়ার জন্য দিয়াশলাই নিয়ে কয়েকজন মধ্যে কথা কাটাকাটি হয়। এতে একপর্যায়ে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটায় জামাল মারা যায়। পরে ৪টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়। এখনও মরদেহ হাসপাতালে আছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত সবাই মাদকাসক্ত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন